পাইরেটেড সফটওয়্যার ব্যবহার ঠেকাতে এবার দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদক প্রতিষ্ঠান ওয়ালটন তাদের ল্যাপটপে কমদামে মাইক্রোসফটের ‘আসল’ উইন্ডোজ ব্যবহারের ঘোষণা দিয়েছে।
সোমবার বিকেলে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার তৈরির প্রতিষ্ঠান মাইক্রোসফটের সঙ্গে ওয়ালটনের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানানো হয়েছে। মাইক্রোসফটের পক্ষে দক্ষিণ এশিয়ার মহাব্যবস্থাপক অ্যান ল্যাপসিয়া ও ওয়ালটনের পক্ষে ওয়ালটন কম্পিউটার প্রজেক্টের ইন চার্জ ও নির্বাহী পরিচালক লিয়াকত আলী চুক্তিতে স্বাক্ষর করেন।
পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এমন উদ্যোগের ফলে মাইক্রোসফট এবং ওয়ালটনের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরো নিবিড় ও দীর্ঘস্থায়ী হলো। এর ফলে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তিভিত্তিক পণ্য উৎপাদন শিল্পে আরো বেশি অবদান রাখতে সক্ষম হবে। ওয়ালটন ব্র্যান্ডের প্রযুক্তিপণ্যের গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে মাইক্রোসফটের জেনুইন সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। যা প্রযুক্তিপণ্য ব্যবহারে তাদের অনন্য অভিজ্ঞতার পাশাপাশি ডিভাইসের দীর্ঘস্থায়িত্বতা এবং তথ্য সুরক্ষা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, যারা উইন্ডোজ ব্যবহার করেন, তাদের অনেকে উচ্চমূল্যে অ্যান্টিভাইরাস ব্যবহার করেন। অথচ তারা জানেন না, মাইক্রোসফট উইন্ডোজের অরিজিনাল ভার্সনটি যদি তারা ইউজ করতেন, তবে তাতেই ইন-বিল্ট অ্যান্টিভাইরাস সফটওয়্যারটিও তারা পেয়ে যেতেন। তারা যে অতিরিক্ত দাম দিয়ে অ্যান্টিভাইরাস কিনছেন, সে টাকা দিয়ে তো তারা উইন্ডোজের অরিজিনাল ভার্সনটি কিনতে পারেন।
সফটওয়্যার শিল্পে মেধাস্বত্ত্ব সংরক্ষণে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার বন্ধ করতে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
ওয়ালটন ডিজি টেকের চেয়ারম্যান এস এম রেজাউল আলম শামীম অনুষ্ঠানে বলেন, দেশে মাত্র ৫-৬ শতাংশ উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী জেনুইন উইন্ডোজ সফটওয়্যারটি ব্যবহার করছে। বাকিরা প্রায় সবাই পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করছে। আমরা এটা ঠেকাতে চাই। তাছাড়া আমরা যখন জেনুইন উইন্ডোজ ব্যবহারের কথা বলছি, ক্রেতারা ভাবছে উচ্চমূল্যের কথা। সব দিক বিবেচনা করে, আমরা ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে মাইক্রোসফটের জেনুইন উইন্ডোজকে নিয়ে আসছি।
শামীম জানান, ওয়ালটনের ল্যাপটপ কিনতে এখন চলতি মূল্যের চেয়ে কিছুটা বেশি গুণতে হবে ক্রেতাদের। শুধু বাংলাদেশেই নয়, ওয়ালটন এখন নেপাল, ভুটান ও নাইজেরিয়াতেও তাদের ল্যাপটপ বিক্রি শুরু করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সচিব জাফর আহমেদ খান, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এসএম রেজাউল আলম, ওয়ালটন বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এসএম জাহিদ হাসান ও হুমায়ূন কবির, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, অপারেটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর ফিরোজ আলম এবং সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর কাজী জাহিদ হাসানসহ আরো অনেকে।