 
                                            
                                                                                            
                                        
চিত্রনায়িকা পূর্ণিমা স্বামীর সঙ্গে ওমরাহ হজ করতে সৌদি আরব গিয়েছেন।
চলতি বছর ২৭ মে পূর্ণিমা বেসরকারি একটি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনিই সৌদি আরবে গিয়ে সেখানকার কয়েকটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবি পোস্ট করে রবিন জানান, তারা নিরাপদভাবে মদিনায় গিয়ে পৌঁছেছেন। ছবিতে পূর্ণিমার কন্যা উমাইজাকেও দেখা গেছে।
শনিবার (২৬ নভেম্বর) মসজিদে নববী থেকে একটি ছবি শেয়ার করেন রবিন। সেখানেও তার সঙ্গে পূর্ণিমাকে দেখা গেছে।
পূর্ণিমা নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে মদিনা সফরের একাধিক মুহূর্ত শেয়ার করেছেন। সেখান থেকে জানা যায় শুধু স্বামী-সন্তান নয়, পরিবারের আরও কয়েকজন সদস্য রয়েছেন তাদের সঙ্গে।
পূর্ণিমার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েয়েছ। ছটকু আহমেদের পরিচালনায় ‘আহারে জীবন’ সিনেমায় পূর্ণিমার সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস, জয় চৌধুরী, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা।