এ কে সরকার শাওনের কবিতা “উষ্ণ পলির মেয়ে”

লেখক:
প্রকাশ: ৩ years ago
এ কে সরকার শাওন

উষ্ণ পলির মেয়ে

এ কে সরকার শাওন

পূবের হাওয়া ত্বর সয়না,
প্রাণেশ্বরীর খবর বলো?
কি হলো? চুপটি কেন;
মুখটি কেন কালো?
বলার কোন ভাষা নাই
দুঃখে চৌচির প্রাণ!
আশেক বিনা প্রাণ সজনী
নিস্প্রভ নিস্প্রান!
ব্যকুলতার সবটুকুই,
পরদেশী তোমায় ঘিরে!
কাজল কালো ডাগর চোখে
অঝোর শ্রাবণ ঝরে!
তাঁর শোকে আকাশ কাঁদে
কাঁদে তরু জমি!
চাপা মনের দুঃখ লিপি
জানেন অম্তযার্মী!
সবিনয়ে বলে ফিরায়ে,
“শীতল হাওয়া হোক ওর!
উষ্ণ কাতর পরদেশীর
মোমের মত অন্তর!
উষ্ণ পলির মেয়ে অমি
শত কষ্টেও যাই না বখে!
আমার কবি হোক রবি
থাকুক স্বর্গসুখে!”
কবিতাঃ উষ্ণ পলির মেয়ে
কাব্যগ্রন্থঃ আলো-ছায়া
এ কে সরকার শাওন
১৭ জুলাই ২০২১
শাওনাজ, উত্তরখান, ঢাকা।