টাঙ্গাইলের সখীপুরে একসঙ্গে এসএসসি পরীক্ষা দেওয়া তিন বোন ভালো ফল করেছেন।
শুক্রবার (২৮ জুলাই) সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়।
টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম, মেজো মেয়ে সাদিয়া ইসলাম ও ছোট মেয়ে রাদিয়া ইসলাম সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বিষয়টি অনেক সাড়া ফেলেছিল।
গত ৩০ এপ্রিল তিন বোনের একসঙ্গে পরীক্ষা দেওয়ার খবরটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে প্রকাশিত হয় ‘একসঙ্গে এসএসসি পরীক্ষা দিলেন ৩ বোন’ শিরোনামে।
আজ এসএসসির ফল প্রকাশ হলে দেখা যায়, বড় বোন সুমাইয়া ইসলাম জিপিএ ৪.৪, মেঝো বোন সাদিয়া ইসলাম ৪.৬ ও ছোট বোন রাদিয়া ইসলাম ৪.২ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন মানবিক বিভাগের ওই তিন শিক্ষার্থী।
শফিকুল ইসলাম শিকদার বলেছেন, আমার তিন মেয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করেছে। এতে আমি অত্যন্ত আনন্দিত। সবার কাছে তাদের জন্য দোয়া চাই। তারা যেন তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে।
সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, ওই তিন বোন একসঙ্গে পরীক্ষা দিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের ফলাফলে আমরা খুশি।