বাংলাদেশের ক্রিকেটারদের ইনজুরির তালিকাটা দিন দিন দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে ইনজুরির কারণে বিসিএলে খেলা হচ্ছে না তামিম ইকবাল, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, মুশফিকুর রহিমের। এবার সেই তালিকায় যগ দিলেন মোসাদ্দেক হোসেন সৈকতও। বিসিএলের পঞ্চম রাউন্ডে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মিডলঅর্ডার এই ব্যাটসম্যান।
চলতি বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন মোসাদ্দেক। প্রথম দিন ২১ রানে অপরাজিত ছিলেন তিনি। দ্বিতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পেলেওদলের প্রয়োজনে আবারও ব্যাট হাতে নামেন তিনি। দ্বিতীয় ইনিংসেও ২২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন এই ক্রিকেটার।
ঢাকায় ফিরে আজ (শুক্রবার) এক্সরে করানোর কথা রয়েছে মোসাদ্দেকের। এর পরই বোঝা যাবে এই অলরাউন্ডারের চোট কতটা গুরুতর। এর আগে ২০১৭ সালের জুনে চোখের ইনজুরিতে পড়েছিলেন এই ব্যাটসম্যান।