উত্তরায় বিমান বিধ্বস্ত, হতাহতের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

লেখক:
প্রকাশ: ৬ দিন আগে

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

 

আহত-নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

 

এদিকে, বিমান দুর্ঘটনায় জরুরি প্রয়োজনে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭।

 

আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

বিমানটি ওই স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের গেইটে আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। ফায়ার সার্ভিস কর্মীরা সেখান থেকে একজনের লাশ উদ্ধার করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটেই অর্ধশতাধিক দগ্ধকে নেওয়া হয়। এছাড়া, আরো অনেককে উদ্ধার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। বার্ন ইন্সটিটিউটে নেওয়ার পর দগ্ধ আরো একজনের মৃত্যু হয়।