উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

লেখক:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

বরিশাল জেলার উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে উজিরপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোমবার (৪ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও বরিশাল জেলা শাখা বরাবর উজিরপুর উপজেলা ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক মোঃ তারেক সুজন স্বাক্ষরিত একটি আবেদন করেছেন।

আবেদনে বলা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশাল জেলা শাখার আওতাধীন উজিরপুর উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সহযোদ্ধাবৃন্দ ২০২১ সালের ৭ জানুয়ারি কমিটি হওয়ার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ স্বৈরাচার বিরোধী আন্দোলন সাধারণ জনগনের ভাতের অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একসাথে কাধে কাধ মিলিয়ে সকল আন্দোলন সংগ্রাম সফল করে আসছি। ছাত্রদল কোনদিনই ক্ষমতার স্বাদ পাইনি। ৫ আগষ্ট স্বৈরাচার খুনি হাসিনা পালানোর পর দেশ সংস্কারের কাজে নিয়োজিত তখনই কিছু অনুপ্রবেশকারী দুষ্কৃতিকারী গুপ্ত সংগঠন শিবিরের সাথে তাল মিলিয়ে আওয়ামী লীগের দালালী করে দখলদারী চাঁদাবাজী লুটপাটসহ বিভিন্ন অপকর্ম করে আসছে।

উজিরপুর উপজেলা ছাত্রদল জঘন্য কর্মকান্ডে বাধা দিলে শিবিরের প্ররোচনায় নিজ দলীয় কিছু সুবিধাবাদী স্বৈরাচারের দোষর ছাত্রদলকে টার্গেট করে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন মামলাসহ বিভিন্ন বদনাম করার পায়তারা করছে। বেশ কয়েকটি ঘটনা উজিরপুর উপজেলায় দৃশ্যমান তার একটি ঘটনার শিকার হয়েছে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিগত ২৮ ফেব্রুয়ারি কিছু অনলাইন পত্রিকা ও জাতীয় গণমাধ্যমে ছাত্রদলের নামে নিউজ দেখার পর নেতৃবৃন্দ সকলে হতবাক ও বিস্তৃত হয়। যা নিউজে আছে তার সাথে বাস্তবতার কোন মিল নাই। ওই ঘটনার সাথে মনির সরদারসহ ছাত্রদলের কোন সদস্য জড়িত নয়। এ রকম কোন ঘটনা সেই স্থানে সংগঠিত হয় নাই। এ রকম নিউজের বর্ণনার মিথ্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান তারা। উজিরপুর উপজেলা ছাত্রদলের সুনাম ক্ষুন্ন ও মিথ্যা বদনাম এবং সকল ষড়যন্ত্রের সঠিক তদন্তের ভিত্তিতে অনুপ্রবেশকারী কুচক্রি মহলের বিরুদ্ধে সাংগাঠনিক পদক্ষেপ গ্রহণ করবেন। এবং উজিরপুর উপজেলা ছাত্রদলের পাশে থেকে ভবিষ্যৎ দলীয় কর্মপন্থা বাস্তবায়নে সুযোগ ও সহযোগীতা কামনা করেন তারা।