 
                                            
                                                                                            
                                        
সাতক্ষীরায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করছেন জাতীয় দলের ক্রিকেটার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। শনিবার সকাল ৮টার দিকে নিজ বাড়ির পাশে কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের নিজ বাড়ির পাশে জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন তিনি।
নামাজ শেষে তেঁতুলিয়া পূর্বপাড়ার এই জামে মসজিদ ঈদগাহ ময়দানের উন্নয়নে নগদ এক লাখ দশ হাজার টাকা অনুদানও দেন তিনি। ঈদগাহ মাঠের ইমাম মাওলানা হাফিজুর রহমান এ টাকা গ্রহণ করেন।
শনিবার সকালে নামাজের পর এলাকার মানুষ ও বন্ধু-বান্ধবদের সঙ্গে কোলাকুলি, কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
নামাজ শেষে পারিবারিক কবরস্থানে প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন মুস্তাফিজ। ঈদগাহ থেকে বাসায় ফেরার পথে সাংবাদিকদের মাধ্যমে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।