 
                                            
                                                                                            
                                        
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার সিঙ্গাপুরে তিনি বলেছেন, তেল আবিবের সরকার গাজার মানবিক সংকটের প্রতি সাড়া না দিলে ফ্রান্স ইসরায়েলিদের বিরুদ্ধে ‘নিষেধাজ্ঞা’ আরোপ করতে পারে।
ম্যাক্রোঁ জানিয়েছেন, গাজার ফিলিস্তিনিরা যখন ক্রমবর্ধমান ক্ষুধা সংকটের মুখোমুখি হচ্ছে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় থাকতে পারে না।
ইসরায়েল প্রায় তিন মাস ধরে ফিলিস্তিনি ছিটমহল অবরোধ করে রেখেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো এই পরিস্থিতি গাজায় দুর্ভিক্ষের সতর্কবার্তা দিয়েছে।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, “মানবিক অবরোধ এমন একটি পরিস্থিতি তৈরি করছে যা স্থলভাগে অসহনীয়।”
তিনি বলেছেন, “মানবিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ আগামী কয়েক ঘন্টা এবং দিনগুলোতে কোনো প্রতিক্রিয়া না পেলে, আমাদের সম্মিলিত অবস্থান আরো কঠোর করতে হবে।
ম্যাক্রোঁ জানান, ফ্রান্স ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগের কথা বিবেচনা করতে পারে।