 
                                            
                                                                                            
                                        
ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ার ৩৪৪ যাত্রীবাহী একটি বিমান জরুরি অবতরণ করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
এনডিটিভি বলছে, এবিজি ৮৭২২ বিমানটি ভিয়েতনামের ফু কুঅক থেকে রাশিয়ার ইয়েক্যাটারিনবার্গ উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। বিমানের সব আরোহীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৮ মিনিটে বিমানটি অবতরণ করেছে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১১ নম্বর রানওয়েতে পুরো জরুরি প্রটোকলের মধ্যে অবতরণ করেছে।
বিমানটি অবতরণের সময় রানওয়ের পাশে অন্তত ৮ ফায়ার সার্ভিসের গাড়ি প্রস্তুত রাখা হয়েছিল।