 
                                            
                                                                                            
                                        
ইউটিউব ভিডিও এবং ওয়েব সিরিজে অবৈধ অনলাইনভিত্তিক জুয়ার সাইটের প্রচারণার অভিযোগে জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা প্রত্যয় হিরণ এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ।
তিনি জানান, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। হিরণের দুই সহযোগী হলেন—রায়হান ও হামিদ। তাদের মধ্যে হামিদ ইউটিউবার।
হিরণ তার ইউটিউব চ্যানেল ‘আজাইরা লিমিটেড’ এর মাধ্যমে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম ওয়ানএক্সবেট, বাবুএইটিএইট, ক্রিকেএক্সের প্রচারণা করতেন। এসব জুয়ার সাইটের এজেন্টদের কাছ থেকে বিজ্ঞাপন বাবদ ভিডিও প্রতি ১০ হাজার টাকা করে নিতেন হিরণ।
এক বছর ধরে নজরদারিতে রাখা হয়েছিল হিরণ ও তার সহযোগীদের। গত সপ্তাহে এ সংক্রান্ত একটি মামলা হয় রমনা থানায়। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।