 
                                            
                                                                                            
                                         
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর-৫ আসনে নৌকার কান্ডারী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম গনসংযোগকালে বরিশাল বাশিকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমার অঢেল টাকা নেই বুক ভরা স্বপ্ন আছে, আর এই স্বপ্নের বাস্তবায়ন করতে নৌকাকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আমি বিজয়ী হলে বরিশাল হবে স্বপ্নের শহর দ্বিতীয় সিঙ্গাপুর। তিনি আরও বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকে এতটা উন্নয়ন আর কোন সরকার করেনি যেটা আওয়ামী লীগ সরকার করেছে।
আর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে। না হয় চলমান উন্নয়ন থমকে যাবে । তিনি আরো বলেন, বিএনপির ও ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রার্থী সরোয়ার বরিশাল- ৫ (সদর) আসনের ৪ বারের নির্বাচিত সাবেক এমপি ও সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বরিশালবাসীর জন্য কিছুই করেনি। বরিশালবাসী অবহেলিত হয়েছে ।সেই অবহেলিত মানুষের জন্য আমি কিছু করতে চাই। কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম, ধন নদী খাল এই তিনে মিলে নৌকা ভোট দিয়ে গড়বো সোনার শহর বরিশাল।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র,সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।