 
                                            
                                                                                            
                                        
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ছাদেকুল আরেফিন বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন।
মঙ্গলবার দুপুরে তার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সেরালস্থ বাসভবনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. ছাদেকুল আরেফিন বিভিন্ন বিষয় নিয়ে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সাথে সভা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, সাংবাদিক সুশান্ত ঘোষ, মিজানুর রহমানসহ বরিশাল নগরীর বিভিন্ন কলেজের অধ্যক্ষগন এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মারকগ্রন্থ প্রণয়ন কমিটির সদস্যবৃন্দ।