 
                                            
                                                                                            
                                        
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নে বিশ্বস্বীকৃতি পেয়েছে, তখন আবার দেশবিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
বৃহস্পতিবার (১৮ মার্চ) রাতে নগর ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সভায় সভাপতিত্ব করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর ইতিহাসের পাতা থেকেও মুছে ফেলার অপচেষ্টা হয়েছে। আজ সেই ষড়যন্ত্রকারীরাই ইতিহাসের পাতা থেকে মুছে যাচ্ছে।’
আলোচনা সভার আগে ডিএসসিসি’র আওতাধীন হাসপাতাল ও মাতৃসদনে আজ (১৮ মার্চ) জন্ম নেওয়া ২২ শিশুকে নাগরিক সম্মাননা দেওয়া হয়। পরে সবাই ডিএসসিসির সংগীত শিক্ষাকেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার প্রদর্শনী ও আতশবাজি উপভোগ করেন।