আন্দোলনের নামে ভাঙচুর-হামলা নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

লেখক:
প্রকাশ: ৭ years ago

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে ‘ভাঙচুর, হামলা ও নৈরাজ্য’ সৃষ্টির ঘটনায় উদ্বিগ্ন ও মর্মাহত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা ও হত্যা চেষ্টা এবং ভাঙচুরের ঘটনা নজিরবিহীন বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, এর পেছনে যারা উস্কানি দিচ্ছে, তাদের স্বার্থ হাসিলের জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, চাকরির কোটা সংরক্ষণ বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে এবং সরকার সম্প্রতি এ বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা ও মেধা না থাকলে কোটাধারীরাও চাকরিতে আসতে পারে না। কোটা পূরণ না হলে সেসব পদ মেধা তালিকা থেকেই পূরণ করার নির্দেশনা রয়েছে।

তিনি শিক্ষার্থী ও শিক্ষকসহ সংশ্লিষ্টদের ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং আন্দোলনকারীদের ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে সরে আসার আহবান জানান। এর পেছনে যারা ইন্ধন দিচ্ছেন তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহবান জানান মন্ত্রী।