 
                                            
                                                                                            
                                        
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ১৫ মাইল দূরে অবস্থিত আন্তোনোভ আন্তর্জাতিক বিমানবন্দর দখল করেছে রাশিয়ার বিমানবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ১১টি বিমান ঘাঁটিসহ ৭৪টি সামরিক স্থাপনা ধ্বংস করেছে রাশিয়ার সেনাবাহিনী। পাইলটের ত্রুটির কারণে তাদের একটি জেট বিমান হারিয়ে গেছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত উভয় দেশের প্রায় ১০০ জন নিহত হয়েছে।