আগামী ৩ দিন আবহাওয়া যেমন থাকবে

লেখক:
প্রকাশ: ৩ দিন আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানার প্রভাবে গত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হয়েছে। তবে সামনের দিনগুলোতে এমন কোনো পরিস্থিতির আভাস নেই আবহাওয়া অধিদফতরের। বরং অনেকটা শুষ্ক অবস্থা বিরাজ করবে।

 

শনিবার রাতে পরবর্তী দেওয়া ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়তে পারে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি না হলেও সোমবার সন্ধ্যার পর রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।

আর বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও আরেক পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।