আগামীকাল নাগরিকদের তথ্য সংগ্রহ শুরু করবে বিএমপি পুলিশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

বরিশাল মেট্রোপলিটন এলাকায় বসবাসরত নাগরিকদের তথ্য সংগ্রহে মাঠে নামছে পুলিশ। সবার নিরাপত্তার স্বার্থে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) আগামীকাল ২১ সেপ্টেম্বর থেকে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ পালন করবে।

আগামিকাল সকাল ১০টায় বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিএমপি নাগরিকদের তথ্য সংগ্রহ সপ্তাহ (Citizen Information Management System) এর শুভ উদ্ধোধন করবেন। উদ্ধোধন শেষে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি র‌্যালি অনুষ্ঠিত হবে। র‍্যালিটি শহীদমিনার থেকে নগরীর বিভিন্ন স্থান ঘুরে অশ্বিনী কুমার টাউন হলে শেষ করবে।পরবর্তীতে অশ্বিনী কুমার টাউন হলে একটি সভা অনুষ্ঠিত হবে বলে যানা গেছে।

জানা গেছে, বাড়িওয়ালা-ভাড়াটিয়াসহ সব নাগরিকের তথ্য নেওয়ার কাজটি ক্র্যাশ প্রোগ্রামের মতো করা হবে, যেন একযোগে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) ও মেট্রোপলিটন এলাকার আওতাধীন ইউনিয়নগুলোর প্রতিটি বাড়িতে নাগরিক তথ্য ফরম পৌঁছানো যায় এবং তথ্য নেওয়া সম্ভব হয়।

বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঞা বলেন, আমারদের সকল প্রস্তুতি সম্পর্ণ হয়েছে। তিনি আরো বলেন, এ কাজে সবার সহযোগিতা দরকার। কারণ, নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই করা হচ্ছে।

তিনি বলেন, এবার তথ্যগুলো সংগ্রহ করে ডাটাবেজে রাখা হবে। এখন থেকে যদি কোনো ভাড়াটিয়া বাসা পরিবর্তন করেন, তবে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকেও জানাতে হবে।