 ওবায়দুল কাদের
                                            
                                                ওবায়দুল কাদের                                            
                                        
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে অর্জনের দল। আর বিএনপি হচ্ছে গর্জনের। তারা ক্ষমতায় থাকলেও গর্জন করে, বিরোধী দলে থাকলেও গর্জন করে। বিএনপির চরিত্রই হচ্ছে গর্জন করা।
মঙ্গলবার সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার জামিন স্থগিত নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, ‘আদালতের আদেশ নিয়েও যদি তারা প্রশ্ন তোলেন, সেখানে আমাদের কী বলার আছে। তারা তো আইন-আদালত কিছুই মানেন না। আদালতের রায় যদি তাদের বিরুদ্ধে যায়, তাহলে বিএনপি কখনও রায় মেনে নেয়নি।’
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মামলার বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। কিন্তু বিএনপি বারবার আদালতের রায়ের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। যারা আদালতের রায় মানে না, তারা ক্ষমতায় গেলে দেশটাকে কোথায় নিয়ে যাবে- সেটাই আমরা দেশবাসীকে বলতে চাই।