আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ

লেখক:
প্রকাশ: ৭ years ago

আইপিএলের ১১ তম আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স। নাচ-গানে উদ্বোধন হওয়ার ১৫ মিনিট পরে হবে প্রথম ম্যাচের টস। মুম্বাই খেলবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামবেন এই প্রত্যাশায় ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ফিজ।

যাওয়ার আগে নিজের ফেসবুকে ফিলেছেন, ‘আইপিএল এসে গেছে, তাই ভারতের উদ্দেশ্যে রওনা করছি।’ মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিতে আর দেরি সইছে না বলেও লেখেন তিনি। চলতি বছর ধরে তিনবার আইপিএল খেলতে যাচ্ছেন মোস্তাফিজ।  আগের দু’বার খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এরমধ্যে প্রথমবার সানরাইজার্সের হয়ে শিরোপা জয়ে রেখেছিলেন দারুণ ভূমিকা।

এবারও মোস্তাফিজের উপর বেশ চাপ থাকবে। কারণ বর্তমান চ্যাম্পিয়ন দল মুম্বাইয়ের হয়ে খেলতে যাচ্ছেন তিনি। তাছাড়া স্পিন সহায়ক পিস বলে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের বেশ খ্যাতি আছে। মোস্তাফিজ সেখানে দারুণ সফল হবে ভেবেই তাকে দলে টেনেছে মুম্বাই।

এছাড়া বাংলাদেশ দলের টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসানও আইপিএল খেলতে যাবেন।  টানা সাত বছর কলকাতা নাইট রাইডার্সে খেলার পর এবার তিনি খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তার দলের খেলা শুরু হবে আগামী ৯ এপ্রিল। তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন ২ এপ্রিল।