 
                                            
                                                                                            
                                        
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে আবার বাজি মারলেন বেন স্টোকস। ব্রিস্টলকাণ্ডে যতই জেরবার হোন। বোর্ডের মিলিয়ন ডলার লিগে সবচেয়ে দামি ইংলিশ অলরাউন্ডার।
শনিবার বেঙ্গালুরুতে ১১তম নিলামে ফিরেই তাকে তুলে নিয়ে বাজি মেরেছে রাজস্থান। ভারতীয় ১২.৫০ কোটি দিয়ে রাজস্থান রয়েলস নিজেদের ঘরে স্টোকসকে তুলে নিয়েছে।
অ্যাকশন টেবলে দাম উঠল। এখন ২২ গজে কতটা তাদের নামের দাম থাকবে? তার জন্য অপেক্ষায় থাকতে হবে এপ্রিল পর্যন্ত।