বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায় আগেই নিশ্চিত হয়েছে। বাছাইপর্বের গ্রুপপর্বে একের পর ম্যাচ ম্যাচ হারার পর সুপার সিক্সের প্রথম ম্যাচে হেরে যায় স্কটল্যান্ডের কাছে। হারের বৃত্ত থেকে অবশেষে বের হলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। বুধবার সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে তারা ওমানকে হারিয়েছে ৭ উইকেটে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে এদিন ওমান আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২২১ রান তোলে। জবাবে ৩৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় উইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজকে এমন দারুণ এক জয় উপহার দেন ব্রান্ডন কিং ও শেই হোপ। কিং আজ তুলে নেন তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তিনি ১০৪ বলে ১৫টি চারে ১০০ রান করে ফিরলেও হোপ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ৪টি চার ও ২ ছক্কায় ৬৩ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৯ রানে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। এছাড়া কেচি কার্টি ২৯ রান করে রান আউটে কাটা পড়েন।
তার আগে ওমানের পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে সুরাজ কুমার ৫ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৩ রান করেন। আর শোয়েব খান ৫ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন। এছাড়া কেশ্যব প্রজাপতি ৩১, আয়ান খান ৩০ ও মোহাম্মদ নাদিম ২০ রান করেন।
বল হাতে উইন্ডিজের রোমারিও শেফার্ড ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন কাইল মেয়ার্স। ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান ব্রান্ডন কিং।