 
                                            
                                                                                            
                                        
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদের বরিশাল বিভাগের ৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রেড-৬) পদে পদোন্নতি দেয়া হয়েছে।
সোমবার (৪ মার্চ) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
একই সাথে এই কর্মকর্তাদের জনস্বার্থে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।
বরিশাল বিভাগের মধ্যে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম, বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মুকিত সরকার, বরিশাল সদরের সহকারী পুলিশ সুপার আবুল বাশার, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আকরামুল হাসান, মুলাদী সার্কেলেরে সহকারী পুলিশ সুপার মো. কামরুল আহসান, পিরোজপুরের নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, ঝালকাঠির রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেন, ভোলার চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম মিজানুর রহমান।