অক্টোবরে রেমিট্যান্স এল ৩১ হাজার ২৭৪ কোটি টাকা

লেখক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

অক্টোবর মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৩১ হাজার ২৭৪ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

 

রবিবার (২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৮৩ কোটি ৮৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি দুই লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৬৬ লাখ ৭০ হাজার ডলার।

 

দেশের ব্যাংকগুলোর মধ্যে অক্টোবরে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫৯ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ২৬ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ডলার। এরপরের অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি দুই লাখ ৫০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে ১৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার এসেছে।

 

অন্যদিকে, অক্টোবরে দেশি-বিদেশি সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে রয়েছে তিনটি বিদেশি ব্যাংক।

 

প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো-বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।